BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

ফেইজবুকে নতুন সুবিধা

তথ্য-প্রযুক্তি ডেস্ক:

IMG_20160712_112252

ফেসবুককে আরো জনপ্রিয় করে তুলতে, আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে রোজ রোজ নতুন নতুন ফিচার্স যোগ করা হচ্ছে। এবার আজ আরো একটি নতুন অপশন চালু করতে চলেছে তারা। আজ থেকে ফেসবুকে অফলাইনে ভিডিও ডাউনলোডের টেস্টিং অপশন শুরু করছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।
বর্তমানে ১২৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। তারা একে অপরের সঙ্গে গান এবং ভিডিও আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ করেন। তাই তাঁরা যাতে এবার অফলাইনেও ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, সেটাই এবার চেষ্টা চালাচ্ছে ফেসবুক। তারই টেস্টিং শুরু করছে আজ থেকে।
যদিও সোশ্যাল মিডিয়া ফেসবুক তাদের পেজ থেকে সরাসরিভাবে ভিডিও ডাউনলোডের জন্য কোনো টুলস অফার করেনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *