স্পোর্টস ডেস্ক::
গুলশানের হলি আর্টিজান হোটেলে হামলার পর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে সন্ত্রসী হামালা হয়েছে। এসব হামলার পর নিরাপত্তা ঝুঁকি এড়াতে সতর্ক হচ্ছে দেশের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামের মূল ফটক দিয়ে শুধুমাত্র গাড়ি প্রবেশ করতে পারবে। অন্যদের জন্য রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা অর্থাৎ পকেট গেট।
বিসিবি কর্মকর্তা, সাংবাদিক এমনকি ক্রিকেটারদের গাড়িও চেকিংয়ের পর ঢোকানো হচ্ছে স্টেডিয়ামে। বুধবার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর কর্মীদের চেকিং থেকে বাদ যায়নি বাংলাদেশ ওয়ানডে ও টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বিসিবির গেম ডেভলপম্যান্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের গাড়িও।
বুধবার সরজমিনে দেখা গেছে, মিরপুর স্টেডিয়ামের ২ নম্বর গেইটে (মেইন গেইট) নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান। গেইটও বন্ধ করা। গাড়ি হাঁকিয়ে আসা যে কেউই তল্লাশীর আওতায় পড়ছেন। বিসিবি কর্মকর্তারাও গাড়ি নিয়ে সরাসরি প্রবেশ করতে পারছেন না। ব্যাগসহ সবকিছুই দেখা হচ্ছে। সাংবাদিকদেরও পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। বিসিবি একাডেমিতে থাকা ক্রিকেটাররাও নিরাপত্তা তল্লাশীর পর ঢুকতে পারছেন।
এছাড়া স্টেডিয়াম প্রাঙ্গনে প্রবেশের বাকি গেইটগুলো বন্ধ করা হয়েছে। স্টেডিয়ামের চারপাশে সাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা, গেইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে। তাই স্টেডিয়ামে ঢুকতে সবাইকেই ব্যবহার করতে হচ্ছে শুধু ২ নম্বর গেইট। এদিকে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বিচরণও নিয়ন্ত্রিত করা হয়েছে। বিসিবির নীচতলায় বানানো হয়েছে একটি লাউঞ্জ। যেখানে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের অবস্থান করতে হবে। নির্দিষ্ট ব্যক্তির দর্শনের অনুমতি সাপেক্ষে বিসিবির অফিসে যেতে পারবেন সংবাদ কর্মীরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে বিসিবির চিফ সিকিউরিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলি বলেন, ‘স্টেডিয়াম এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন ব্যবস্থা আগেও ছিল। কিন্তু মাঝে এটি অনুসরণ করা হয়নি। আজ (বুধবার) থেকে নিরাপত্তায় প্রদানে আমরা আগের মতো কঠোর হচ্ছি।’
দেশের সামগ্রিক অবস্থার কারণে নিরাপত্তার এই কড়াকড়ি নির্দিষ্ট সময়ের জন্য কিনা জানতে চাওয়া হলে মোহাম্মদ আলী বলেন, ‘এখন থেকে এভাবেই নিরাপত্তার ব্যাপারটি দেখা হবে। ক্রিকেটার-বিসিবি কমকর্তা-সাংবাদিক সবার নিরাপত্তার কথা ভেবেই এমন ব্যবস্থা করা হয়েছে।’
বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন এবং বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টি২০ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও তল্লাশী পেরিয়েই স্টেডিয়ামে ঢুকতে হয়েছে। ক্রিকেটাররা অবশ্য এটিকে সাধুবাদ জানিয়েছেন। মাশরাফি যেমন ঢুকতে ঢুকতে বলেন, ‘এটা ভালো হয়েছে।’
তল্লাশী হয়েছে ক্রিকেটার আলাউদ্দিন বাবুর ব্যাগও। নিরাপত্তায় কড়াকড়ি সম্পর্কে এ অলরাউন্ডার বলেন, ‘সামনে ইংল্যান্ড সিরিজ আছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে আমি খুবই খুশি হয়েছি।’
নিরাপত্তা হুমকির কথা উল্লেখ না করলেও বুঝতে বাকি নেই সাম্প্রতিক দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিসিবি। তাছাড়া আগামী অক্টোবরে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটি যে কোনো মূল্যেই আয়োজন করতে চাচ্ছে বিসিবি। তারই অংশ হিসেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতেই বিসিবির এমন ব্যবস্থা। বিশেষ করে সিরিজটির আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশে আসার কথাও রয়েছে।
ছয় বছর পর সিরিজটি খেলতে বাংলাদেশ সফর করবে ইংলিশরা। এরই মধ্যে এই সিরিজের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। যদিও এই সিরিজ শুরু হতে এখনও প্রায় তিন মাসের বাকি আছে। তারপরও দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিসিবি কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।