ন্যাশনাল ডেস্ক::
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক উগ্রবাদ প্রতিরোধ করতে হবে।
শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর ব্যাপারে মন্ত্রী বলেন, তারা জঙ্গি হামলাকে পূঁজি করে জাতীয় ঐক্যের ডাক দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায়।
এখন ফুল, তোরণ, সংবর্ধনার সময় নয়। এখন দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের মূল প্রতিপাদ্য হচ্ছে জনগণের ঐক্যবদ্ধতা। সরকারের সঙ্গে জনগণের সমর্থন রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।