জেলা ডেস্ক::
নাটোরের বাগাতিপাড়ায় এক স্কুল ছাত্রীকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ধর্ষকের পরিবারের চার সদস্যকে মারধর করে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে ওই ছাত্রীকে নাটোর সদর হাসপাতালে ভর্তির পর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুরিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, রোববার বিকেলে মুরাদপুর-পাঁচুরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল।
এ সময় পাঁচুরিয়া গ্রামের আবু রায়হানের ছেলে সজীব (২৪) তার ভাবী ডেইজী আহমেদের সহায়তায় মেয়েটিকে বাড়িতে ডেকে নেয়। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে।
এদিকে, ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীসহ পরিবারের লোকজন ধর্ষক সজীবের নিকট আত্মীয়দের ওপর চড়াও হয়ে মারধর করে।
পরে মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার বাগাতিপাড়া থানায় ধর্ষক সজীবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।