শিক্ষা ডেস্ক ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার দায়ে শুক্রবার দুপুরে তাকে এ শাস্তি দেয়া হয়।
রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষায় জালিয়াতির সময় কর্তৃপক্ষ তাকে আটক করে। শাস্তিপ্রাপ্ত শফিকুল ইসলাম (২৩) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানায়।
রাজশাহী রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম জানান, শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে নাজির কাম কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষায় শফিকুল অন্যের হয়ে জালিয়াতি করে পরীক্ষা দেয়ার সময় কর্তৃপক্ষ তাকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।