BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

বিশেষ প্রতিনিধি ::

Screenshot_2016-08-11-19-23-38~2

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ছাত্রী নিহত ও আরও অন্তত সাতজন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সার্জেন্ট মো. রফিক।

নিহত ছাত্রী নাজরিন মেহরিন ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী ছিলেন।

সার্জেট রফিক সীতাকুণ্ড প্রতিদিন’কে বলেন, শিক্ষার্থী নিয়ে বাসটি কুমিরা ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটি উল্টো পথে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

“দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।”

পুলিশ সদস্য রফিক বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আল আমীন হাসপাতালে পাঠায়, সেখানে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয় এবং অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, আহত অবস্থায় পাঁচ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মেহরিনকে মৃত ঘোষণা করেন।

বাকি চারজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহেদ হোসাইন।

সীতাকুণ্ড প্রতিদিনকে তিনি জানান, এদের মধ্যে দুজনকে চিকিৎসা শেষে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে বাসায় পাঠানো হয়েছে। অন্য দুই ছাত্রীকে বেসরকারি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *