BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

যে দেশে গুণীদের কদর নেই সে দেশে গুণীজন জন্ম নেয় না : ভিসি ড. ফসিউল আলম

মোহছেনা মিনা::

 

গুণীজনরাই জাতি গঠনে ভূমিকা রাখে। যে দেশে গুণীদের কদর নেই সেই দেশে গুণীজনজন্ম নেবে না। সাংবাদিকদের আজকের এই গুণীজন সংবর্ধনা সীতাকুণ্ডে আরও গুণীজন সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আজকে যারা সংবর্ধিত হয়েছেন তারা শতশত গুনিজন তৈরী করেছে।

সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের ২য় বর্ষে পদার্পন উপলক্ষে ইংরেজী নববর্ষের ক্যালেন্ডার উম্মোচন ও সীতাকুণ্ডের উন্নয়নে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যাক্তিদের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফসিউল আলম।

২১ জানুয়ারী বিকাল ৪টায় সীতাকুণ্ড পৌরদসরস্থ হাজেরা হ্যাভেন গার্ডেনে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাবে ভূষিত কর্নেল (অব) এটি এম সালাউদ্দিন, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার নজির আহমদ , সাংস্কৃতিক অঙ্গনে উন্নয়নে নারী নেত্রী সুরাইয়া বাকের ,সমাজ সেবায় সীতাকুণ্ড সমিতির সভাপতি সংগঠক মোং গিয়াস উদ্দিন, প্রাইমারী শিক্ষায় মাষ্টার আবুল কালাম আযাদ চৌধুরী, সাহিত্যে কাবি ও গল্পকার শাহনেওয়াজ বিপ্লব, অনলাইন নিউজ প্রসারে সীতাকুণ্ড নিউজ২৪ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আযম ও সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, পরিবহন সেবায় তরুণ শিল্পপতি মোঃ মাইনুল হাসান লিটন।

এছাড়াও আরও সম্মাননা পদক দেওয়া হয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার এখলাছ উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহমুদুল হক, শিল্প প্রসারে এলবিয়ন ল্যাবঃ লিঃএর ব্যাবস্থাপনা পরিচালক মুনতাহার উদ্দিন সাকিব, সমাজ সেবায় সীমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সফি ও তরুণ ব্যবসায়ী ডক্টর মোঃ শাহীদুল আলম মিন্টু।

এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে গুণীজন সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন, উপ সচিব জসিম উদ্দিন মাহমুদ, বিশিষ্ট রসায়নবিদ দেলোয়ারুল ইসলাম, সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা এস এম রাশেদুল করিম, সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক এ জে এম তফজন হক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভপতি সাংবাদিক আফম বোরাহান,অধক্ষ নুরুল কবির, সীতাকুণ্ড পৌসদর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পদাক রেজাউল করিম বাহার, শিল্পপতি আলহাজ্ব মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিপন ভট্টাচার্য্য, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম ভুইয়া, সীতাকুণ্ড পৌরব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সমাজ সেবক সিরাজ উদ দৌলা ছুট্টু, মুক্তিযোদ্ধা মুলকেতুর রহমান, বিবর্তন ক্লাবের সভপতি লা্য়ন আলী আকবর জাসেদ, ইজ্ঞিনিয়ার কামরুদ্দোজা, সাংবাদিক নাছির উদ্দিন অনিক, লিটন চৌধুরী, কাইয়ুম চৌধুরী, সবুজ শর্মা শাকিল, ইব্রাহিম খলিল,কামরুল ইসলাম দুলু, মীর মামুন, নন্দন রায়, ইমরান হোসেন, নাছির উদ্দিন শিবলু,দিদারুল আলম প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *