BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ড সমিতির উদ্যোগে গরিব-দুঃস্হদের মাঝে নগদ অর্থ, শিক্ষা বৃত্তি ও ত্রাণ সামগ্রী বিতরণ

ফারুক আজম শওকত ::

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর উদ্যেগে শিক্ষা সহায়তা বৃত্তি ও দুঃস্হদের মাঝে অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। মোঃগিয়াস উদ্দিনের সভাপতিত্ব সংগঠনের সাধারণ সম্পাদক তফাজ্জল হকের পরিচালনায় এবং যাকাত কমিটির সদস্য সচিব সানাউল্লাহ মাসুদের সঞ্চালনায় ২১ জানুয়ারী শনিবার উপজেলার ” হাজেরা হেভেন গার্ডেন ”এ বিকাল ৩ টায় অনুষ্ঠিত উক্ত অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রফেসার ড.মোঃ ফসিউল আলম, বিশেষ অতিথি ছিলেন রসায়নবিদ মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম,আমেরিকা প্রবাসী অধ্যাপক মুহাম্মদ জানে আলম,মোহাম্মদ নুরুল আবছার,আলহাজ্ব মাস্টার আবুল কালাম চৌধুরী,সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন,হাজ্বি মোঃমহিউদ্দিন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ, সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসিপ্রমূখ।

অনুষ্ঠানে ৬ জনকে শিক্ষা ফান্ড সহায়তা ভিত্তি ৩৫ হাজার টাকা,যাকাত ফান্ড থেকে তিনজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়া ২ বান টিন, একটি সাইকেল,আত্নকর্মস্হানের জন্য একটি ছাগল, প্রতিবন্ধিককে হুইল চেয়ার,২ জন থেলাসেমিয়া রোগীকে ৪ হাজার টাকা এবং একজন বিধাবা মহিলাকে মেয়ের বিবাহের জন্য ১০ হাজার টাকা প্রধান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *