BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে অবৈধভাবে ১ মিটারে ১৫ দোকানে বিদ্যুৎ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি ::

সীতাকুণ্ডের বড় কুমিরা ঘাটঘর এলাকায় ১ মিটারে ১৫ দোকানে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। প্রতিটি দোকানেই তিনটা করে রিক্সা চার্জ হচ্ছে। রাস্তার দুইপাশে প্রায় অর্ধশতাধিক ছোটো ছোটো গ্যারেজে ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি চার্জ হয়।
বড় কুমিরা ঘাটঘর এলাকার বিভিন্ন গ্যারেজে আজ (১২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫টায় সীতাকুণ্ডের সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। পরিচালিত অভিযানে এমন দৃশ্যই দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।


এসময় সাইফুল আলম রাইস মিলে অভিযান পরিচালনাকালে দেখা যায় রাইস মিল বন্ধ কিন্তু রাইস মিলের পাশে একটা গ্যারেজ বানিয়ে প্রতিদিন ১৫ টি রিক্সায় চার্জ দেয়া হয়। প্রতিটি রিক্সা থেকে চার্জ বাবদ ৫০/৬০ টাকা আদায় করা হয়। একই এলাকার আব্দুল্লার গ্যারেজে অভিযানকালে দেখা যায় আবাসিকের সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে একসাথে ৩০ টি রিক্সায় চার্জ দেয়া হচ্ছে। প্রতিটি রিক্সা থেকে চার্জ বাবদ আদায় করা হচ্ছে ৫০/৬০ টাকা। একই এলাকার একটি ষ্টেশনারীরর দোকানে অভিযানকালে দেখা যায় ষ্টেশনারীরর দোকানে সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে পাশের ছোট ছোট ১৫ টি গ্যারেজে বিদ্যুৎ সংযোগ দিয়ে রিক্সা চার্জ দেয়া হচ্ছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযানকালে গ্যারেজ মালিককে পাওয়া যায়নি, তবে সংযোগ বিচ্ছিন্ন করে মিটার এবং তার জব্দ করা হয়। এসময় ৩০ টি চার্জার জব্দ করা ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *