
সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট সীতাকুণ্ড উপজেলা ক্রিকেট লীগ গতকাল বুধবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় সীতাকুণ্ড ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে হাফিজ জুট মিলস্ আর,সি–কে পরাজিত করে শুভ সুচনা করে। গতকাল সকালে স্থানীয় হাফিজ জুট মিলস মাঠে বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.সামসুল আরেফিন। সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস, এম আল মামুন, স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন রূপম কিশোর বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ–সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, হাফিজ জুট মিলস্ লিঃ এর উপ–মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) মো. শাহজাহান, সিজেকেএস এর ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, হাফিজ জুট মিলস্ এর প্রশাসনিক কর্মকর্তা শফিউল আলম ভুইয়া, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমদ এবং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
উদ্বোধনী খেলায় হাফিজ জুট মিলস্ আর,সি প্রথমে ব্যাট করে সবকটি ইউকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে। হাফিজ জুটের শরীফ সর্বোচ্চ ১০ রান করে। সীতাকুণ্ড ক্রিকেট কোচিং সেন্টারের শাহেদ ৪টি এবং সোয়াইব ৩টি উইকেট লাভ করে। জবাবে কোচিং সেন্টার ৪ ইউকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। কোচিং সেন্টারের রাকিবুল ২৪ ও রিজভী করে ১০ রান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সীতাকুণ্ড ক্রিকেট কোচিং সেন্টারের খেলোয়াড় সাহেদ। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস এর কাউন্সিলর ও উপজেলা ক্রিকেট লীগ পরিচালনা উপ–কমিটির আহবায়ক মাহবুবুল আলম। আজকের খেলা– বাংলা বয়েজ ক্লাব বনাম ভাটিয়ারী এফ,কে ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি।