
মাদক বিক্রির অভিযোগে একাধিকবার জেলে কেটেছে সাইদুল। মাদক বিক্রি ছেড়ে দিয়ে সমাজে অন্যান্য মানুষের মতো জীবন যাপন করতে চাইলেও নানা কারণে তা সম্ভব হয়নি তার। গতকাল বুধবার মাদক বিরোধী এক সমাবেশে সাইদুলসহ ১০ যুবক–যুবতী মাদক বিক্রি না করার শপথ নিয়ে সমাজকে মাদকমুক্ত করার অঙ্গীকার করে। এসময় মঞ্চে থাকা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা তাদের হাতে পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা তুলে দেন।
মাদক বিক্রি ও নেশা থেকে ফিরে আসা যুবক–যুবতী হলো– শাহজালাল, সুজন, মাহফুজ, জাহেদ, জীবন,সায়রা বেগম, সাইদুল, শহীদ, শাহা আলম ও শামসু। তারা সবাই ছলিমপুর ইউনিয়নের ডাকওয়ালা বাড়ি এলাকার বাসিন্দা।
জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ডাকওয়ালার বাড়ির আশপাশ এলাকায় মাদকের আড্ডাখানা হিসাবে পরিচিত। জালাল ও সাইদুলের নেতৃত্বে তার সহযোগী যুবকরা ঐ এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ছিল। মাদক ও ইয়াবার কারণে এলাকার যুবক ও স্কুল পড়ুয়া ছাত্ররা নেশার জগতে পা বাড়ায়। এরই মধ্যে ওই এলাকা থেকে কয়েকজন স্কুল ছাত্রসহ একাধিক যুবককে মাদক সেবনের অপরাধে জেলে যেতে হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই এলাকা মাদক মুক্ত করার ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
গতকাল বুধবার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন কার্যালয়ে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডাকওয়ালা বাড়ির এলাকার মাদক বিক্রেতা সাইদুল ও জালালের নেতৃত্বে নয় যুবক ও এক যুবতী চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া দিয়ে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এসপি নুরে আলম মিনা যুবকদের স্বাগত জানিয়ে পুরস্কৃত করেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকের নেশা থেকে ফিরে আসা যুবকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মাদক বিক্রি ছেড়ে আসা যুবক জালাল ও সাইদুল বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত ছিল। মাদক বিক্রি ছেড়ে দেয়ার চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। গতকাল তারা অনুষ্ঠানিক সমাবেশের মাধ্যমে মাদক বিক্রি ছেড়ে দিয়ে আত্মসমর্পন করে মাদকের নেশা থেকে ফিরে আসেন।
ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সালাহ উদ্দিন আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান, ওসি ইফতেখার হাসান,আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মোস্তফা,আজম খান, কাজী গোলাম মহিউদ্দিন ও ফজলে করিম নিউটন।