বিশেষ প্রতিনিধি ::
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদেশী পিস্তলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকার আমির হামজার বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ একটি ঘর থেকে পিস্তলসহ ফখরুল হাসানকে (৩২) এবং মো: ইলিয়াস (৩৮) নামে একজনকে গুলি ভর্তি ম্যাগজিনসহ আটক করে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।