BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে অপারেশন অ্যাসল্ট সিক্সটিন: ২ পুলিশ আহত

বিশেষ প্রতিনিধি ::

সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার প্রেমতলায় জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ অভিযান শুরুর পর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ছয়টা ২০ মিনিটে ছায়নীড় নামের দোতলা বাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে অভিযান শুরু করে সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট, র‌্যাব ও পুলিশের সম্বন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় দুজন পুলিশ সদস্য আহত হন। তাদের আম্বুল্যান্সে করে বের করে আনা হয়।

সকালে সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক জানান, ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ শুরুর পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে অপারেশনস্থলের পাশে মেডিকেল টিমের কাছে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, জেলা পুলিশ সুপারের চাহিদা অনুযায়ী আমরা বুধবার রাতেই পাঁচটি অ্যাম্বুল্যান্স ও মেডিকেল টিম পাঠিয়েছি। এ ছাড়া সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসকসহ জরুরি সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ চলাকালে আহতদের সব রকম জরুরি চিকিৎসাসেবা দিতে আমরা প্রস্তুত।