বিশেষ প্রতিবেদক ::
২৪ ঘণ্টা আটকে থাকার পর ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানা থেকে ৯০ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে নির্মল ভৌমিক নামের এ বৃদ্ধকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ছায়ানীড় ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটি ছেলে, ছেলের বউ, নাতি-নাতনীদের নিয়ে থাকতেন এই বৃদ্ধ। তার ছেলে অশোক ভৌমিক ও ছেলের বউ দুজনই চাকরিজীবী। বুধবার বৃদ্ধ নির্মল ভৌমিক বাসায় একা ছিলেন। জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর বিকেল সাড়ে চারটার দিকে তার ছেলে ও ছেলের বউ এসে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঢুকতে দেয়নি।
ওই বৃদ্ধ কানে কম শুনেন। তাই বাসার বাইরে অভিযানের বিষয়টি তিনি বুঝতে পারেননি। সারারাত তিনি বাসায় একা ছিলেন। অভিযান শেষ হওয়ার পর সকাল থেকেও বাসার বাইরে বেরিয়ে আসেননি।
বৃদ্ধের ছেলে অশোক ভৌমিক গিয়ে পুলিশকে বিষয়টি জানালে ২৪ ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সীতাকুণ্ডের কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ২০ ঘণ্টার এ অভিযানে ২০ জন জিম্মিকে উদ্ধার করা হয়। এছাড়া নারীসহ চার জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে দুই পুলিশ সদস্য আহত হন।
অভিযানের পর আস্তানা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কার্টনে এসিড, লিকুইড কেমিক্যাল ও ১২ সেট জেল এক্সক্লুসিভ পাওয়া গেছে।