সীতাকুণ্ডে প্রতিনিধি::
সীতাকুণ্ড উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় জাহাজের পোড়া তেলকে দেশিয় পদ্ধতিতে মোবিল ও পেট্রল বানিয়ে বিক্রির অপরাধে মেসার্স এম এ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিএসটিআই লাইসেন্স না নিয়ে লোগো ব্যবহার করে ব্যাটারির পানি বিক্রি ও কেমিস্ট ছাড়া কর্মচারী দিয়ে মিনারেল ওয়াটার উতপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে কণিকা ব্যাটারি ওয়াটার ও আর ও ড্রিংকিং ওয়াটার কারখানা বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।
তিনি বলেন, অভিযানে গিয়ে দেখা যায় এম এ এন্টারপ্রাইজের মালিক সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে জাহাজের পোড়া তেল প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন।একই পদ্ধতিতে মজুদও করছেন। ফলে আশপাশেরর পুকুর, ডোবা দূষিত হয়ে কালো আকার ধারণ করেছে।
তিনি বলেন, বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে তেল প্রক্রিয়াজাত করায় মাটির রং কালো আকার ধারণ করেছে।
পরিবেশের ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠানের মালিক মো মোজাহের উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ছাড়পত্র না নেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া অপর দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিক পাওয়া না যাওয়ায় জরিমানা করা সম্ভভ হয়নি বলে জানান তিনি।