BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে ভূমি বিরুধের জেরে প্রাণনাশের হুমকিতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি::

সীতাকুণ্ডে আদালত কর্তৃক সীমানা নির্ধারনের পর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উত্তর ঘোড়ামারা জোড়ামতল এলাকায় একটি অসহায় পরিবার।

সোমবার(১২ জুন) বেলা বারোটায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে কার্যালয়ে লিখিত বক্তব্যে কামাল উদ্দিন জানান, আদালত কর্তৃক গত ১৪/৫/২০১৭ইং তারিখে জয়নাল আবেদীন গংদের সীমানা নির্ধারণ পূর্বক ভূমি বুঝে পাওয়ার পর আদালতের রায় অমান্য করে এলাকার সন্ত্রাসী মীর ইউসুফ এর নেতৃত্বে নয়ন, জাহাঙ্গীর, জয়নাল, রাসেল, ফাহিম সহ ভাড়াটে ৫০/৬০ জন সন্ত্রাসী গত ২১ মে’ ১৭ রবিবার বেলা ২টায় বোমা ও ককটেল ফাটিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে। এতে বাধাঁ প্রদান করলে সন্ত্রাসীরা দলবল নিয়ে হামলা করে।

এতে কামাল উদ্দিনের স্ত্রী খতিজা বেগম ও শিশু সহ ১২জন আহত হয়। তবে খতিজা বেগম পঙ্গু অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে আদালতে (১৭৮/২০১৭) মামলা হওয়ার পর পুলিশ আসামীদের গ্রেফতার না করায় আসামীরা আরো বেপরোয়া হয়ে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে কামাল উদ্দিন সহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ভূগছে।

সংবাদ  সম্মেলনে উপস্থিত ছিলেন, বাবর, তাজুল ইসলাম, নজরুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *