বিশেষ প্রতিনিধি ::
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
আজ শনিবার দুপুর বারোটার সময় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এস আই সুজয় কুমার মজুমদার লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া লাশের শরীরের দুইস্হানে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোঃ কামাল (৩৮) গ্রাম নোয়াখালীর মাইজদী। তবে সে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকার সাগরিকায় ভাড়া থাকতো বলে জানা গেছে।