এস এ আহমেদ মাসুম (হাটহাজারী) ::
হাটহাজারী থানার ২নং ধলই ইউপির আওতাধীন কাটিরহাট ধলইপুল এলাকায় রাত আনুমানিক ১১ঃ৩০ মিঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ফটিকছড়ি হতে চট্টগ্রাম শহর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৪২৯) চট্টগ্রাম শহর হতে
ফটিকছড়ি গামী একটি মোটর সাইকেল (অনটেষ্ট)কে মুখোমুখি ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। ঘাতক ট্রাক ড্রাইভার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে হাটহাজারী থানার এস আই মোঃ মাজেদ ও মোঃ আরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ট্রাকটিকে হাটহাজারী থানায় নিয়ে যায়।
নিহত ব্যক্তির নাম মোঃ ইমরান, বয়স আনুমানিক ২৮বছর। ইমরান মৃত মোঃ সেকান্দরের চার ছেলের মধ্যে সবার ছোট। তার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার বাড়ি ফটিকছড়ি থানার নাজির হাট পৌরসভাস্থ পানারখিলে বলে জানা যায়।
নিহত মোঃ ইমরান দুপুরে চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে একজন মুমূর্ষ রোগীকে রক্ত দান করে নিজ কর্মস্থল স্যানমার ওশান সিটিতে মোবাইলের দোকানে চলে যায়। সেখান থেকে রাত্রে দোকান বন্ধ করে একটি বিয়ের অনুষ্টানে যোগ দেওয়ার জন্য নিজ মোটর সাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন কিন্তু বিপরীত দিক হতে আসা ট্রাকটি থাকে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরে যেতে দেয়নি।
মৃত্যু নিশ্চিত হওয়ায় ইমরানের লাশ পানারখিলে নিজ বাড়ীতে নিয়ে যাওয়া হয় এবং ৪ঠা আগষ্ট সকাল ১০টায় এবিসি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।