বিশেষ প্রতিবেদক ::
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর আইন অনুষদের প্রথম ব্যাচের ছাত্র, সুপ্রীম কোর্টের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট হোসাইন আল আসকারী একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের এডজয়েন্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে সর্বোচ্চ স্কোর লাভ করেছেন।
তিনি বিগত একবছর পূর্বে এডজয়েন্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ব্যবসায় অনুষদে যোগদান করেছিলেন।
তার এই কৃতিত্বের জন্য আইন অনুষদের সকল ছাত্র-শিক্ষক সবাই আনন্দিত।
তার এই অসাধারণ কৃতিত্বে আইআইইউসি ল এ্যালামানাই এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শেখ মুহাম্মদ শওকত ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছে ল এ্যালামাইনের সকল সদস্যবৃন্দ।
এডভোকেট হোসাইন আল আসকারী তার সকল ছাত্র, সম্মানিত শিক্ষক, আইনজীবী ও বন্ধু মহলের নিকট দোয়া কামনা করেছেন।