বিশেষ প্রতিনিধি ::
উপজেলায় অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
সীতাকুন্ড পৌর সদরের আল-আমিন রেস্টুরেন্টে এসোসিয়েশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল আলম। প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি লায়ন গিয়াস উদ্দীন।
সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রীতি সম্মিলনে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি আফম বোরহান উদ্দীন, এম হেদায়েত, প্রেসক্লাবের সেক্রেটারি পূর্বকোণ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, পৌর কাউন্সিলর সফিউল আকম মুরাদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড পৌর দোকান মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মেঃ হাবিব উল্লাহ, অধ্যক্ষ নাছির উদ্দীন, অধ্যক্ষ নুরুল কবির, উপজেলা স্কাউট এর কমিশনার জাহাঙ্গীর আলম ভুইঁয়া, অধ্যাপক রনজিত সাহ, লতিফা সিদ্দিকী বালিকা স্কুলের প্রধান শিক্ষক লোকমান মিয়া, প্রধান শিক্ষক এসএম বাহার, প্রধান শিক্ষক জাফর সাদেক, প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ, আওয়ামীলীগ নেতা রতন মিত্র, লায়ন আলী আকবর জাসেদ, লায়ন এডঃ সরোয়ার আলম লাভলু, কবি আব্দুর শুক্কুর, আওয়ামীলীগ নেতা মোফাক্কারুল আলম চৌধুরী, আকতার হোসেন মামুন।
সাংবাদিক নেতৃবৃন্দের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাইয়ুম চৌধুরী, লিটন চৌধুরী, খায়রুল ইসলাম, সবুজ শর্মা শাকিল, মীর মামুন, নির্দেশ বড়ুয়া প্রমুখ।
সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের শুরুতে কেক কেটেছে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলমসহ অন্যান অতিথি বৃন্দ।
সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাব, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা স্কাউট, সীতাকুণ্ড ব্লাড ডোনেড গ্রুপ, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড।
অনুষ্ঠানে চ্যানেল আই এ ঈদের নাটক কলুর বলদ-২ এ অভিনয় করার জন্য সাজ্জাদ ভুইয়াকে এবং নতুন দাম্পত্য জীবন শুরু করায় সাংবাদিক মামুন ও তার সহধর্মিনী ইভাকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা সময়ের সেরা গণমাধ্যম অনলাইন মিডিয়াকে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।