BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

কোভিড-১৯: চট্টগ্রামে ৫ পুলিশসহ আক্রান্ত আরও ৬৮

ন্যাশনাল ডেস্ক :: চট্টগ্রাম জেলায় তিন ল্যাবে করা নমুনা পরীক্ষায় একদিনে পাঁচ পুলিশ কনস্টেবলসহ ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৫টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ মিলেছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৭জন, লক্ষ্মীপুরের চারজন, নোয়াখালী ও কুমিল্লার একজন করে এবং ফেনীর দুজন।

চট্টগ্রামের ১৭ জনের মধ্যে ১৪ জন মহানগর এলাকায় এবং দুজন আনোয়ারা ও একজন সীতাকুণ্ড উপজেলার।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচ কনস্টেবল রয়েছেন বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক।

এ পর্যন্ত চট্টগ্রাম নগর পুলিশে ৫২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *