BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

গাছের ডালে উঠে অনলাইন ক্লাস!

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউন চলছে ভারতে। এতে করে বন্ধ দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ লকডাউনে ভেঙে পড়তে বসছে একাডেমিক ক্যালেন্ডার। তাই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছে অনেক প্রতিষ্ঠান। এমতাবস্থায় ইন্টারনেটের সিগনাল না থাকায় গাছে উঠে ক্লাস করার মতো ঘটনাও ঘটেছে।

দেশটির কর্নাটকের উত্তর কান্নাড়া জেলার সিরসি এলাকার বাক্কাল গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শ্রীরাম হেগড়ে। তিনি সমাজ কর্মের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এমন খবর প্রকাশ করেছে সংবাদমধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া ও এই সময়।

লকডাউনে অনলাইন ক্লাস করতে প্রতিদিন বাড়ি থেকে এক কিলোমিটার হেঁটে একটি পাহাড়ের কাছে পৌঁছান শ্রীরাম। এরপর সেই পাহাড়ে উঠে তার মাথায় একটি গাছের ডালে বসে ক্লাস করেন তিনি। ওই গাছের ডালে বসলেই ইন্টারনেটের সিগন্যাল পান তিনি। এভাবেই প্রতিদিন অনলাইন ক্লাস করেছেন শ্রীরাম হেগড়ে।

বেঙ্গালুরু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে এই বাক্কাল গ্রাম। কতদিন লকডাউন চলবে জানা নেই। এরপরও এভাবেই কষ্ট করে অনলাইন ক্লাস করতে দৃঢ় প্রতিজ্ঞ শ্রীরাম।

প্রসঙ্গত, ভারতে করোনার সংক্রমণ রোধ করার জন্য চতুর্থ দফা লকডাউনের মেয়াদ বাড়িয়েছে নরেদ্র মোদির সরকার। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৬৯৮ জন। আর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৫ জনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *