সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: সীতাকুণ্ডের করোনা রোগীদের সেবায় সরকার ভাটিয়ারী বিএসবিএ হাসপাতাল অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করছে।
করোনায় আক্রান্তদের চিকিৎসায় ভাটিয়ারীতে অবস্থিত বিএসবিএ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসাবে অধিগ্রহণ করার জন্য বিএসবিএ নেতৃবৃন্দের সাথে সরকারের আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী এই হাসপাতালটিকে সীতাকুণ্ডের করোনায় আক্রান্ত রোগীদের সেবায় উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল।
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ শিপব্রেকার্স এসোসিয়েশন কর্তৃক নির্মিত ১০০ শয্যার বিএসবিএ হাসপাতালটি চট্টগ্রামের মধ্যে একটি আধুনিক হাসপাতাল। এখানে ডাক্তারদের থাকার আবাসিক ব্যবস্থাও আছে।
সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন এই প্রক্রিয়াটির দ্রুত বাস্তবায়নে চট্টগ্রাম সিভিল সার্জনকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে। যাতে সীতাকুণ্ডবাসি দ্রুত সেবার আওতায় আসতে পারে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বীর দেওয়া তথ্য অনুসারে সীতাকুণ্ডে করোনা আক্রান্ত রোগী ৭২জন।যা চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় সবচাইতে বেশি।