BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে মাটি খুঁড়ে ছিনতাইয়ের টাকা উদ্ধার

সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: ঘরের মধ্যে মাটি খুঁড়ে ছিনতাই করা টাকা রেখেছিলেন ছিনতাইকারীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ সেই ঘরের মাটি খুঁড়ে ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে। 

মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ির ঘোড়ামরা এলাকায় ছিনতাইকারীদের বাড়ি থেকে সীতাকুণ্ডের (সার্কেল) এডিশনাল এসপি শম্পা রানী সাহার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করেন। 

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রামের মাদারবাড়ির চাঁদ পরিবহন সংস্থার একটি কাভার্ডভ্যানে ম্যানেজার শামীম আফছান ও গাড়িচালক সুমন ঢাকা থেকে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোর ৪টার দিকে সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় গাড়ি থামিয়ে শামীম টয়লেটে গেলে ৩-৪ জন ছিনতাইকারী গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা ২ লাখ ১০ হাজার ও ৩টি ব্যাংক চেক হাতিয়ে নেয়। সুমনের চিৎকারে শামীম এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও জিম্মি করে দুইজনের সাথে থাকা আরো ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় চাঁদ পরিবহনের ম্যানেজার শামীম আহমেদ মামলা করেছিলেন। পুলিশ অনুসন্ধান চালিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছরারকুল গ্রামের মনির হোসেনের ছেলে ইকবাল হোসেন প্রকাশ বাংলা ভাই (২৬) কে গ্রেপ্তার করে সোমবার রিমান্ডে আনে। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর মঙ্গলবার বিকেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করে।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কাভার্ডভ্যানের চালক ও ম্যানেজারকে জিম্মি করে টাকা, চেক ও মোবাইল ছিনতাই করেছিল। তারা কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করেন। এরপর আমরা অনুসন্ধান করে ইকবালকে গ্রেপ্তার করি। পরে রিমান্ডে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন ইকবাল। এরপর তার দেওয়া তথ্যমতে তার ঘরের মাটি খুঁড়ে টাকাগুলো উদ্ধার করা হয়।

সুত্র : দৈনিক সমকাল




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *