BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সাংবাদিক টুটুলের উপর সন্ত্রাসী হামলা, থানায় মামলা

বিশেষ প্রতিনিধি :: সীতাকুণ্ডে ঘাটার রাস্তার মাটির নীচে দিয়ে পাইপ স্থাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী শফিগংদের হামলায় দৈনিক ইত্তেফাকের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক দিদার আহত হয়েছে।


জানা যায়, বুধবার (১০ জুুন) সকাল সাড়ে ৯টায় সাংবাদিক দিদার সরকারী রাস্তার পাশে খালে তাদের বাড়ী ময়না পানি নিস্কাশনের জন্য পাইপ বসানোর উদ্দেশ্য লেবার কাজ করতে চাইলে শফিগংরা লেবারদেরকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এতে দিদার শুনে ঘর থেকে বেড়িয়ে এসে বাধা কারণটা জানতে চাওয়া মাত্রই সন্ত্রাসী শফি ও তার বড়ভাই জহুরুল আলমসহ আরো ২/৩ জন মিলে সাংবাদিককে মারধর করে আহত করে।

পরে তাকে বাড়ীর অন্যান্য লোকজন সীতাকুণ্ড স্বাস্হ্যে কমপ্লেক্সে ভর্তি করায়। এঘটনায় দিদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।


সাংবাদিক দিদার জানান, ঘাটার রাস্তাটি সকলের ব্যবহারের জন্য পুকুর পাড় এবং একান্ত আমাদের নিজেদের মালিকানাধীন।


এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্হা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *