BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: সীতাকুণ্ডে বৈদ্যুতিক পিলারে কাজ করতে উঠে দুর্ঘটনাবশত মই থেকে পড়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়।

শনিবার ১১জুলাই উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বেলা ১১ টায় মুরাদপুর ইউনিয়ন সংলগ্ন একটি দোকানের কাজ করার সময় বৈদ্যুতিক পিলারে উঠতে গিয়ে মই থেকে পড়ে যায় প্রচুর রক্তক্ষরণের মৃত্যুবরণ করে ইলেকট্রিশিয়ান বকুল জলদাস (২৮)।

সে স্থানীয় পশ্চিম মুরাদপুর জেলে পাড়া গ্রামের মোহন জলদাসের পুত্র।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু বলেন,’নিহত বকুল জলদাস বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে উঠছিলেন। কিন্তু একেবারে উপরে পৌঁছানোর আগেই তিনি মই থেকে পড়ে যান। পড়ার সময় তার মাথা নিচের দিকে পড়ায় মাথায় মারাত্মক চোট পেয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।’

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *