নিজস্ব প্রতিবেদক :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ উপলক্ষে কুমিরা জিপিএইচ গেইট এজেন্ট শাখার উদ্যোগে এক গ্রাহক সমাবেশ ৩০ মার্চ সকাল ১১টায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শাখার ইনচার্জ সালেহা শেলীর সভাপতিত্বে ও এজেন্ট প্রোপ্রাইটর সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ সাইদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অফিসার জিসু দেব,মোঃ এজাহার মিয়া, অফিসার মেহেদী হাসান রিমন।
সভায় প্রধান অতিথি বলেন বতর্মানে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যা দেশের মোট ব্যাংকিং আমানতের ১০ ভাগ ও বিনিয়োগের ৯ ভাগ ধারণ করছে ব্যাংকটি।
তিনি আর বলেন বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা ১ কোটি ৬০ লাখ যা দেশের ব্যাংকিং গ্রাহকের ১৭ শতাংশ। ২০১৫ সালে এই সংখ্যা ১ কোটি অতিক্রম করে। ইসলামী ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবাসহ ৬ হাজারের বেশি ইউনিট নিয়ে সারাদেশে বিস্তৃত। বিশ্বে ইসলামী ব্যাংকিংয়ের মোট গ্রাহকের এক-চতুর্থাংশই এককভাবে ইসলামী ব্যাংকের দখলে। দেশের মোট ব্যাংকিং আমানতের ১০ ভাগ ধারণ করছে ইসলামী ব্যাংক। বর্তমানে ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। যা সরকারী-বেসরকারী মিলিয়ে দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ। বর্তমানে ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। যা দেশের মোট ব্যাংকিং ঋণ বা বিনিয়োগের ৯ শতাংশ এবং ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ।
তিনি এসময় বলেন ইসলামী ব্যাংকের সেবা গ্রামীণ মানুষের নিকট পোঁছে দিতে আজ এজেন্ট ব্যাংক গুলো কাজ করছে। এজেন্ট ব্যাংকে গিয়ে ইসলামী ব্যাংকের সকল সেবা গ্রহণ করার আহ্বান জানান তিনি।