BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে বিশিষ্ট রাজনীতিববিদ তৌহিদের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডের বিশিষ্ট রাজনীতিবিদ তাওহীদুল হক চৌধরী নেতাকর্মীদের নিয়ে পৌরসভার যাদব মাষ্টারের বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।


আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায়
পৌরসভাস্হ ৭নং ওয়ার্ড পূর্ব আমিরাবাদে যাদব মাষ্টারের বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন করেন তাওহীদুল হক চৌধরী।


পরিদর্শনে গিয়ে রাজনীতিবিদ তাওহীদুল হক বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাই জামায়াতে ইসলামী সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাদের বিপদ আপদে থাকার চেষ্টা করে। কারণ প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহতালার সৃষ্টি মানুষ। সুতরাং আপনারা পূজা চলাকালীন সময়ে কোন অসুবিধার সম্মূখীন হলে আপনারা আমাকে এবং আমার ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতাকর্মীদের জানাবেন।তারা আপনাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ।


এসময় উপস্হিত ছিলেন সভাপতি রতন কুমার, সেক্রেটারী সুবাস চন্দ্র দাস, রাখাল, অপু দাস রাজু নন্দি, সুমন নন্দি, পৌর জামায়াত নেতা আবুল আযাদ, ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক রুবেল আনসারী, প্রচার সম্পাদক আবু সাঈদ, জাসেদ,দিদার, ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেন সুমন, ও শাহাবুদ্দীনসহ অর্ধশত নেতাকর্মী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *