BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত।
সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নামার বাজার এলাকায় একতা মেশিনারি পার্টস মালিক মোঃ জাহেদুল ইসলাম মাকসুদ (৩০)কে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী রড, কিরিচ, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। তাকে টেনে হিঁছড়ে তার দোকান থেকে বের করে মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে মেরে থেতলা করে দেয়। পরে দোকানের আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত মাদুদ পৌরসভাস্হ ৭নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামের খলিফা বাড়ির লোক বলে জানা যায়।

এঘটনা শুনে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী আহত মাকসুদকে দেখতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তিনি তার অবস্হা গুরুতর দেখে ডাক্তারকে পরামর্শ দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্হা করেন।
এ ব্যাপারে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নুরুদ্দীন রাশেদ জানান, আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *