নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজ বিভাগের কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজ বিভাগের হুওসনে সওত কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোঃ তারেকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ আনিসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পন্হিছিলা মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম হেদায়েত, পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের আমীর আলাউদ্দিন সোহেল ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব প্রমূখ।
প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে এধরনের প্রতিযোগিতামূলক আয়োজন করে জ্ঞানের আলোকে কথা ছড়িয়ে দিতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সন্তানদের মাদ্রাসায় দেয়ায় অভিভাবকদের ধন্যবাদ জানান এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।