BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডের সোনাইছড়িতে ৮নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ই ডিসেম্বর (শনিবার) সন্ধা ৬টায় রাজা কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে ৮নং ওয়ার্ড সভাপতি জানে আলমের সভাপতিত্বে মোঃ নুরু উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: মোরসালিন, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ৮নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন জাহাঙ্গীর চৌধুরী , এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ সোলাইমান রাজ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য
মোঃ আসলাম, নাজিম উদ্দীন সভাপতি বিএনপি, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলাউদ্দিন মনি, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সদস্য সচিব মো.হেলাল উদ্দিন বাবর, সোনাইছড়ি ৮নং ওয়ার্ড বিএনপির মো বাবুল, মো: জহর আলম।

প্রধান অতিথি মো মোরসালিন বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার আমলে আমরা শান্তিপূর্ণ মিছিল পর্যন্ত করতে পারিনি। আমাদের মতামত জানিয়ে একটি লিফলেট বিতরণ করলেও তার পেটুয়া পুলিশ বাহিনী আমাদের তাড়িয়ে দিয়েছে। যৌক্তিক আন্দোলন করতে দেয়নি। আওয়ামী লীগ বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। বাংলাদেশকে একটি জিম্মি রাষ্ট্রে পরিণত করেছিলো ফ্যাসিস্ট হাসিনা। পালিয়ে যাওয়া সরকার আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছিলো, গত ১৫টি বছর আমরা পালিয়ে থেকেছি। তিনি আরো বলেন, আপনারা সকলে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দল ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য আহব্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের মোহাম্মদ আলী, ৮নং সোনাইছড়ি স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এসকান্দর মিঞা, ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মো: মহসিন, ৮নং সোনাইছড়ি যুবদল মোঃ সোহেল আরমান, ৮নং সোনাইছড়ি যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মুমিন উদ্দিন মিন্টু, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: কুরবান আলী সাহেদ, প্রমুখ।

অনুষ্ঠানে ৮নং সোনাইছড়ি ৮নং ওয়ার্ডের জানে আলমকে সভাপতি মহসিন কে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *