নিজস্ব প্রতিনিধি :: উপজেলা সীতাকুণ্ডের ছোট কুমিরায় ট্রাকের পিছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নাম্বার একটি লোকাল মিনিবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরার ডিএবি পেট্টোল পাম্পের সম্মুখে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন বলেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে বার আউলিয়া হাইওয়ে থানায় হেফাজতে রাখা রয়েছে।