নিজস্ব প্রতিবেদক :: প্রায় ১৪০ জাতের ফুলের আয়োজনে মাসব্যাপী ফুল উৎসব আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সীতাকুণ্ডের ফোজদারহাটস্থ ডিসি পার্কে এই ফুল উৎসব হবে। যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করে আজ বিকেল ৩ টায় ডিসি পার্কে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফুল উৎসব পালিত হবে। ১৯৬ একর জায়গা জুড়ে নানা নান্দনিকতায় ফুলে ফুলে ডিসি পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৪০ প্রজাতির ফুল থাকবে প্রদর্শনীতে।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসবের আয়োজন এটি। তিনি বলেন, মাসব্যাপী আয়োজিত এ ফুল উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন। বোড ও জিপ লাইনার চড়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাল্টিকালচারাল ফেস্টিভ্যাললের মধ্যে বিশ্বের ১৬ দেশের শিল্পীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।
ফুল উৎসবে জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে প্রবেশ করা যাবে যে কেউ। টিকিট কাটা যাবে অনলাইনেও। ৯ জানুয়ারি থেকে মাসব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুল উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।



