BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

মহাসড়কের পাশে বিলবোর্ডের সাথে লরীর ধাক্কা, ড্রাইভার নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় আবদুল জলিল (৫৮) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চণ্ডীপুরে।

আজ শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬ টার দিকে বাংলা বাজার বাইপাস মোড়ে মহাসড়কে এ দূর্ঘঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,ঢাকামূখী হাক্কানীর লং লরী (চট্টমেট্রো-ঢ-৮১-০৬৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বিলবোর্ডের খাম্বার সাথে ধাক্কা দেয়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুছড়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার আবদুল জলিল আটকা পড়েন এবং নিহত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *