BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

করোনা সঙ্কটেও উদীয়মান অর্থনীতির ৯ম অবস্থানে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক :: মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভুত এমন সঙ্কটময় পরিস্থিতিতেও শক্তিশালী অর্থনীতির ৯ম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের উদীয়মান অর্থনীতির ৬৬ দেশের মধ্যে বাংলাদেশকে নবম শক্তিশালী অর্থনীতি হিসেবে তালিকাভুক্ত করেছে আন্তর্জাতিক ব্যবসা ও বৈশ্বিক সম্পর্ক বিশ্লেষণের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ইকোনমিস্ট।

চারটি নির্বাচিত খাতের অর্থনৈতিক দুর্বলতা পরীক্ষা করে এ তালিকা করা হয়েছে। সেগুলো হলো; সরকারি ঋণ জিডিপির কত শতাংশ, বৈদেশিক ঋণ (সরকারি ও বেসরকারি উভয়ই), ঋণ গ্রহণের ব্যয় এবং রিজার্ভের আওতা। উল্লেখিত চারটি সূচকেই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী বা তুলনামূলকভাবে ভালো হিসেবে দেখানো হয়েছে। তালিকায় চীন, ভারত এবং দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশ থেকে এগিয়ে আছে বাংলাদেশ। তালিকার শীর্ষে আছে বতসোয়ানা এবং ভেনেজুয়েলা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। উদীয়মান অর্থনীতির দেশগুলো সম্মিলিতভাবে সরকারি ঋণের পরিমাণ ১৭ টিলিয়ন ডলার, যা বিশ্বের মোট ঋণের প্রায় ২৪ শতাংশ। এরই মধ্যে ফিচ রেটিং ১৮ দেশের ২০২০ সালের ক্রেডিট রেটিং কমিয়ে ফেলেছে। যা আগের যে কোনো পুরো বছরের তুলনায় বেশি। ইকোনমিস্টের মতে, আর্জেন্টিনা তাদের বৈদেশিক বন্ডের ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *