BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

এবারের ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান

বিনোদন ডেস্ক :: আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলা টেলিভিশনে। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটির চেয়ারম্যান। গত কয়েক বছরের মতো এবারও তিনি বেশকিছু মৌলিক গান গিয়ে হাজির হতে যাচ্ছেন। জানা যায়, এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই অনুষ্ঠানের শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। ঈদের পরদিন রাত সাড়ে ১০টা অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় প্রচার হবে। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।
মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ সালে তার ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানটি এবং সর্বশেষ ২০১৯ মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *