তথ্য-প্রযুক্তি ডেস্ক :: বিশ্বব্যাপী অর্থনেতিক ধসের মাঝে যখন জীবন অসহায় তখন একজনের সম্পদ বেড়ে চলেছে বহুগুন। মার্চ মাসের মাঝামাঝি থেকে যখন করোনাভাইরাস মহামারীটি বিশ্বজুড়ে তার থাবা ছড়িয়ে দিতে শুরু করেছিল তখন থেকেই বিশ্ব অর্থনীতি বেশ খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রায় প্রতিটি শিল্প বা অন্যান্য খাত ক্ষতিগ্রস্থ হলেও ব্লুমবার্গ বিলিয়নার্স সূচক অনুসারে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের গত দুই মাসে সম্পদ বেড়েছে ৩০ বিলিয়ন ডলার।
মার্চের মাঝামাঝি সময়ে জাকারবার্গের আনুমানিক সম্পদ ছিল প্রায় ৫৭.৫ বিলিয়ন ডলার। তবে এখন সে সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৫ বিলিয়ন ডলারে। তিনি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তিও বটে। এবং ওয়ারেন বাফেটের চেয়ে তিনি এখন এগিয়ে গিয়েছেন।
সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থা শপস নামে নিজস্ব অনলাইন শপিং ফিচার চালু করার পরে ফেসবুকের শেয়ারের দামও সর্বকালের সর্বোচ্চ ২৩০.৭৫ ডলারে পৌঁছেছে।
ফেসবুক গত ২ মাস ধরে বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকদের সহায়তা করার জন্য নতুন নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে চলেছে। তারা ফেসবুকে মেসেঞ্জার রুম গত মাসে চালু করেছে। ম্যাসেঞ্জার রুমে ৫০ জনকে একই সাথে কলে যুক্ত করা যায়। যারা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে রয়েছেন তারাপ মেসেঞ্জার রুম ব্যবহার করতে পারেন এবং মজার বিষয় হলো এটার কলে অংশ নিতে কোনো ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। তবে, কলটি হোস্টিং বা শুরু করতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন রয়েছে।