আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের রাজধানী দিল্লিতে দুই মাস থাকার পর একাই নিজ বাড়িতে ফিরলো ৫ বছরের শিশু। ২৫ মে, সোমবার ওই শিশু বিমানে করে নিজ বাড়ি বেঙ্গালুরুতে ফেরে। ওই শিশু ছেলেটির নাম ভিহান শর্মা।
বেঙ্গালুরুরের কেম্পেগৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য খালিজ টাইমস।
ওই টুইটে বলা হয়, ‘বাড়িতে স্বাগতম ভিহান! বেঙ্গালুরুর বিমানবন্দর নিরাপদে তার যাত্রীদের পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।’
হলুদ জ্যাকেট ও মাস্ক পড়ে ভিহান দাঁড়িয়ে আছে। এ সময় তার হাতে একটি প্লেকার্ড দেখা যায়, সেখানে লেখা – ‘স্পেশাল ক্যাটাগরি’। ছেলেটির মা মানজেস শর্মা তাকে নেয়ার জন্য এয়ারপোর্টে আসেন।
এক আবেগঘন মুহূর্তের পর মানজেস তার ছেলেকে বাড়িতে নিয়ে যায়। বিভান গত দুই মাস দিল্লিতে তার নানা-নানির (গ্রান্ডপেরেন্স) বাসায় ছিলো।