BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

বাইক কিনতে ফেসবুকে স্ত্রী বিক্রির পোস্ট, স্বামী গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল চেয়েছিল এক যুবক। কিন্তু সামর্থ না থাকায় জামাইয়ের চাহিদা পূরণ করতে পারেননি শ্বশুড়। তাই স্ত্রীকেই বিক্রি করা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ওই যুবক। টাকার বিনিময়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলা এমনি যৌন সম্পর্ক করারও প্রস্তাব দেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ওই স্বামীর নাম পুনিত। এ ঘটনায় ইতোমধ্যে পুনিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিন।  

স্থানীয় সূত্র মতে, উত্তরপ্রদেশের মেহনগর পুলিশ সার্কেলের ঠুটিয়া গ্রামের পুনিতের সঙ্গে ওই যুবতীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটর সাইকেলের জন্য স্ত্রীর ওপর চাপ দিতে থাকে পুনিত। এমনকি তাকে মারধরও করা হতো। এতেও কাজ না হলে অন্যপথ ধরেন পুনিত।

জানা গেছে, পুনিত তার স্ত্রীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। সেখানে মোবাইল নম্বর দিয়ে তিনি লিখেছেন, টাকার বিনিময়ে এই নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করা যাবে। এরপরই একের পর কুপ্রস্তাবের ফোন আসতে থাকে। কখনো দেখা করার প্রস্তাব বা কখনো যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব। স্বামীর এই কাজের জানতে পেরে পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পুনিতকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানায়, এই ধরণের অপরাধ বিরল। সোমবারই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। আমরা চেষ্টা করছি অভিযুক্ত যাতে কঠিন থেকে কঠিনতম সাজা পায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *