সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৪ জুন) রাতে তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা এর মধ্যে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রবিবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জেন্ট কার্যালয় থেকে পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ বলে জানানো হয়। ঘটনার পর পর উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন তার করোনা পজেটিভ হবার কথা সাংবাদিকদের জানান।
এস.এম আল মামুনের ছোট ভাই এস.এম আল নোমান বলেন, রবিবার রাতেই তার করোনা পজিটিভ হয়। আল্লাহর রহমতে তার শরীর সুস্থ আছে।