BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

বিশেষ প্রতিনিধি :: সীতাকুণ্ডে গরু ছাগলের বর্ষাকালীন বাদলা রোগ প্রতিরোধে বিনা মূল্যে ভ্যাকসিন প্রয়োগ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখীল গ্রামে উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে এ ভ্যাকশিন প্রয়োগের কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে দক্ষিণ কেদারখীল ও দীঘিরপাড়া এলাকার ৩ মাস থেকে ২ বছর বয়সী প্রায় ৫০টি গরু ও ৫টি ছাগলেকে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অংশ গ্রহন করেন উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আকরামুজ্জামান। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্থানী সমন্নয়কারী আনোয়ার হোসেন। উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইলাম বলেন, গরু ছাগলের জন্য বাদলা রোগ একটি মারাত্মক সংক্রমন জাতীয় রোগ। এ রোগ সাধারণত অল্প বয়সি গরুচাগল সংক্রমিত হয়ে থাকে। বর্ষাকালেই এটির প্রকোপ দেখা দেয়। এ রোগ গরু ছাগলের পিছনের পায়ের উপরের অংশে প্রাথমিক ভাবে পচনধরা শুরু হয় এবং এসময়ে যথাযথ চিকিৎসা না পেলে এ অল্প বয়সি গরু চাগলের মৃত্যুও হয়ে থাকে। তাই এ ভ্যাকসিন প্রয়োগ করলে বাদলা রোগে আক্রান্তের ঝুকি আর থাকেনা।

উপ-সহকারী অপর কর্মকর্তা আকরামুজ্জামান বলেন, আমরা আজ সোমবার দক্ষিণ কেদারখীল থেকে এ ক্যাম্পেইন শুরু করেছি। এটি পর্যায়ক্রমে এ বর্ষার মধ্যেই উপজেলার সব গ্রামে কৃষকদের গরু ছাগল গুলোকে এ ভ্যাকসিনের আওতায় আনা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *