BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে আইন-শৃঙ্খলা উন্নয়নে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে ওসির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি :: সীতাকুণ্ডের আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করছেন। ডাকাতি-মাদকসহ সব অপরাধ নির্মুল করতে চাই আমরা। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা দরকার। সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরে আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা সতর্ক হব। ভবিষ্যতে সে ভুল আমরা করব না। এভাবেই পরিবর্তন আসবে।

বুধবার (২৯ জুলাই) বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা। তিনি আরো বলেন, আপনারা (সাংবাদিক) সহযোগিতা করলে কোন অপরাধীই ছাড় পাবে না।

এদিন থানা অভ্যন্তরে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ওসি (তদন্ত) সুমন বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিক একই দায়িত্ব পালন করে থাকেন। উভয়ের লক্ষ এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন। দেশ ও জাতির স্বার্থ রক্ষাই আমাদের প্রধান কাজ। সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকরা দেশ ও জাতির সামনে তুলে ধরে বলেই জাতি সমাজের চিত্রগুলো দেখতে পায়। এজন্য পুলিশের ভালো এবং মন্দ উভয় রকম কাজই পেশাদার সাংবাদিকরা করে থাকেন। সীতাকুণ্ডে অপরাধ দমনে পুলিশকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *