BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ড প্রেসক্লাবে জাতীয় শোক ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

সীতাকুণ্ড প্রতিদিন ডেস্ক :: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন রায়, বিশেষ অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভুমি) জনাব রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফিরোজ হোসেন মোল্লা, সীতাকুণ্ড প্রেসক্লাবে সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি এম. হেদায়েত, সীতাকুণ্ড প্রেসক্লাবে সাবেক সভাপতি এম. সেকান্দর হোসেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশে জঙ্গিবাদ থাকতে পারে না। একটি দেশ একসময় এদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলত। এখন সেই দেশের প্রেসিডেন্ট বলে যদি দেশকে ডিজিটাল করতে চাও তাহলে শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে আসো। বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি নয়। সভায় বক্তারা জাতির পিতার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়া প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত আলোচনা সভায় উপস্তিতি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *