বিশেষ প্রতিনিধি :: সীতাকুণ্ডে ভুয়া সাংবাদিক ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট থেকে তাকে গ্রেপ্তার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পুলিশ।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক ২ সভাপতির করা ২টি আইসিটি মামলাসহ তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে সীতাকুণ্ড মডেল থানায়। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
তিনি জানান, মামলা ছাড়াও সাংবাদিক পরিচয়ে ইব্রাহীম খলিল সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন মহলকে ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সীতাকুণ্ড প্রেসক্লাবের একাধিক সাংবাদিক জানান, ইব্রাহীম খলিল মূলত কোন সাংবাদিক নয়। তিনি জাতীয় বা আঞ্চলিক কোনো পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজও করেননা। কিন্তু সাংবাদিক পরিচেয সীতাকুণ্ডে ব্যাপক চাঁদাবাজি করেন তিনি। তার এসব অপকর্মের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ায় বিভিন্ন সরকারি দপ্তরে নামে-বেনামে ভুয়া অভিযোগ ও ভুয়া উকিল নোটিশ দিয়ে প্রকৃত সাংবাদিকদের হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান সাংবাদিকরা।