নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৯ বছর পদার্পনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শনিবার বিকেল চারটায় সীতাকুণ্ড প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন পিপিএম।
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন সীতাকুণ্ড প্রতিনিধি শেখ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ ও এম সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলামসহ সীতাকুণ্ড পেস ক্লাবের সদস্য বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যায়যায়দিন মিডিয়া জগতে স্বমহিমায় স্বতন্ত্র থেকে সাধারণ মানুষের পক্ষে বিশেষ ভূমিকা পালন করে আসছে।যায়যায়দিনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।