নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সীতাকুণ্ড উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার ( ৯ আগস্ট) বিকেলে জামায়াত নেতৃবৃন্দ সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে ওসি মু. কামাল উদ্দিন (পিপিএম) এর সাথে সাক্ষাৎ করেন।
জামায়াত নেতৃবৃন্দ ওসি সাহেবকে অবহিত করেন, জামায়াত শিবিরেরের দায়িত্বশীলরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অমুসলিমদের মন্দির সন্ত্রাসীদের হামলার হাত থেকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া এলাকায় চাঁদাবাজি ও মাদকদ্রব্য মুক্ত করার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মু. আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আমীর মওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণের সহ – সভাপতি, সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার মু তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.আশরাফুর রহমান, সীতাকুণ্ড পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার মু রায়হান উদ্দীন সহ প্রমুখ।