নিজস্ব প্রতিবেদক :: সীতাকুণ্ড পৌরসভার ৮নং দক্ষিণ ইদিলপুর মল্লিক বাড়ী পূজা মন্ডব ও ৭নং আমিরাবাদ যাদব মাষ্টার বাড়ী পূজা মন্ডব পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির তাওহীদুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় পৌরসভার ৮নং দক্ষিণ ইদিলপুর মল্লিক বাড়ির নবজাগরণ সনাতন সংঘ পূজা মন্ডব পরিদর্শনে উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির, বিশিষ্ট সমাজ সেবক, আলেমদ্বীন ও পৌরসভার সাবেক মেয়র প্রার্থী তাওহীদুল হক বলেন, ইসলাম এমন একটি ধর্ম তা সকল ধর্মের প্রতি সমান অধিকার রাখে। তাই যেকোন ধরনের সমস্যায় পড়লে আমাকে জানাবেন।
অপরদিকে সেখান থেকে ৭নং আমিরাবাদ যাদব মাষ্টার বাড়ি পূজা মন্ডবে পরিদর্শনে গেলে সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার সম্পাদক সঞ্জয় চৌধুরীর পরিচালনায় ও পূজা কমিটির সভাপতি রতন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক উপজেলা আমির তাওহীদুল হক চৌধরী সবার কাছে তাদের পূজা মন্ডপে কোন সমস্যা আছে কিনা জানতে চাইলে পূজা মন্ডপে আসা পূর্ণার্থীরা সকলে বলেন ” না “।
তিনি আরো বলেন, কোন ধরনের হুমকি বা কোন সমস্যা হলে তাঁকে জানানোর জন্য। এ সময় মল্লিক বাড়ি নবজাগরণ সনাতন সংঘ পূজা মন্ডপে উপস্হিত ছিলেন পৌরসভা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব কাঁকন চন্দ্র দাস, সৃজন দাস যুগ্ন আহ্বায়ক, বাবুল দাস সদস্য, নবজাগরণ সনাতন সংঘের উপদেষ্টা দেবাশীষ ভট্টাচার্য্য, সিনিয়র সভাপতি দিলীপ দাস, সভাপতি ঝুলন দাস, সাধারণ সম্পাদক সুপিট দাস এবং যাদব মাষ্টার বাড়ি পূজা মন্ডপে উপস্হিত ছিলেন, সভাপতি রতন কুমার, সেক্রেটারী সুবাস চন্দ্র দাস, রাখাল, অপু দাস রাজু নন্দি, সুমন নন্দি।
এছাড়া উভয় পূজা মন্ডপে উপস্হিত ছিলেন পৌর জামায়াত ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আলাউদ্দিন সোহেল, নেতা আবুল আযাদ, ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক রুবেল আনসারী, প্রচার সম্পাদক আবু সাঈদ, জাসেদ, দিদারসহ অর্ধশত নেতাকর্মী।