নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীবের বিবরুদ্ধে দলিল লেখকদের হেনস্তা, অশালীন আচরণ, ঘুষ-দুর্নীতি ও অবৈধ কার্যকলাপের অভিযোগ এনে তার অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা দলিল লেখক সমিতি। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রফিক উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ কামাল। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ কামাল বলেন, মোঃ রায়হান হাবীর একজন দুর্নীতিবাজ ও ঘুষখোর সাব-রেজিস্ট্রার। অশালীন আচরণ‘সহ দলিল লেখকদের প্রতিনিয়ত হেনস্তাকারী এ দুর্নীতিপরায়ণ সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবীতে আমরা অনির্দিষ্টকালের কলম বিরতি চালিয়ে যাচ্ছি। মোঃ রায়হান হাবীবের অনৈতিক কার্যকলাপে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্তার সৃষ্টি হয়েছে। তাতে রাস্ট্রীয় রাজস্ব খাতটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, গত ২২ এপ্রিল সীতাকুণ্ডে যোগদানের পরপরই দাপ্তরিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে নতুন নতুন নিয়ম-নীতি চালু করেন। তাতে মারাত্মক হয়রানির শিকার দলিল লেখক ও ভূমির ক্রেতা-বিক্রেতারা। ঘুষের অর্থ আদায়ে অপকৌশলের অংশস্বরূপ তিনি ব্যবহার করেন ঝাড়ুদার মোঃ এয়াকুব‘কে। পত্র-পত্রিকায় এ সংক্রান্ত একাধিক নিউজ প্রকাশিত হলে তিনি আরো বেপরোয়া আচরণ শুরু করেন। সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব নিজেকে ছাত্রলীগের ক্যাডার পরিচয় দিয়ে বলেন, ৮০ লক্ষ টাকা ঘুষ দিয়ে এ পদে এসেছি। আমাকে অন্য সাব-রেজিস্ট্রারদের উদাহরণ দিয়ে কোন লাভ নেই। আমি যেটা বলি সেটাই হবে। সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীবের অপসারণে সাংবাদিকদের সহায়তা কামনা করেন উপজেলা দলিল লেখক সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ, দপ্তর সম্পাদক মোঃ জাহেদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুল হাকিম, কার্যনির্বাহী সদস্য মোঃ সুজন, নাজমুল হাসান হেলাল, মোঃ মাসুদ পারভেজ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, নিপুন কুমার সোম, সালাউদ্দিন ও মোঃ খসরু‘সহ উপজেলার অর্ধশতাধিক দলিল লেখক এ সময় উপস্থিত ছিলেন।