BREAKING NEWS - W.P.L.O.C.K.E.R...C.O.M
Search

সীতাকুণ্ডে আগুনে নিঃস্ব ৬ পরিবার, জামায়াত নেতার পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি ঃ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৬টি পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূল্যবান আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াটার হিটারে পানি গরম করার সময়ে তা বিদ্যুতায়িত হয়ে আগুন লেগে যায় বলে সুত্রে জানা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঘরে ওয়াটার হিটারের সাহায্যে পানি গরম করাতে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহিণী। কিন্তু ওয়াটার হিটারের মাধ্যমে পানি গরম দেওয়ার বিষয়টি ওই গৃহিণী ভুলে যান। এদিকে পানি শুকিয়ে গিয়ে তীব্র গরমে তা বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায় ঘরে। কিছু বোঝার আগেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। যার কারণে ঘর থেকে কিছু বের করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় ৬টি পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি টিম। তখন প্রায় সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন হাফেজ রফিক, আব্দুস সালাম, আব্দুল মোনাফ, ইছহাক, নুরুন্নবী ও ইউসুফ। তারা বলেন, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জামায়াতে ইসলামী ও বিএনপির জেলা- উপজেলার নেতারা।
এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেবক আলেমেদ্বীন মাওলানা তাওহীদুল হক চৌধুরী ক্ষতিগ্রস্হদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সরকারীভাবে এবং বিত্তবানরা তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *