নিজস্ব প্রতিনিধি :: সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদস্হ উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চিত্রাঙ্গন প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমতা আরা বেগম, উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার রিনা, সহকারী শিক্ষক মোঃ আবু তাহের হুজ্জাতুল ইসলাম গাউছিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক উৎপল বড়ুয়া।
উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম জানান, আমরা প্রতিবছর ছেলে মেয়েদেরকে মুক্তিযুদ্ধের ও গ্রাম বাংলার বিষয়ের উপরে মেধা চর্চার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি। ছাত্র-ছাত্রীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতির সাড়া পাওয়া যায়। তাই আমরা আশা করি উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলো এ ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করলে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটবে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের কাছে আহবান করব, তারা যেন ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম এর ব্যবস্থা করে। যাতে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ হয়।